LyricFind Logo
LyricFind Logo
Sign In
Lyrics
অন্তর জ্বালাইলি পুরাইলি,
মনে আমার জ্বালা বাড়াইলি,
তবু তোর জীবনে আপন হইতে পারলাম না,
আমার মানুষ টা আর আমার হইলো না রে,
করলো রে সে ভীষণ ছলনা,

পরের রাজ্যে সুখে আছে,
পাইয়া সিংহাসন,
আগে জানলে দিতাম নারে
বেঈমানটারে মন,
আমি চাইলাম তারে সে তো আমায় চাইলোনা,

কত স্বপ্ন দেখাই ছিল
হাতে রেখে হাত,
কেমন করে করতে পারলো
কলিজায় আঘাত,
একটিবারও আমার কথা মনে পড়েনা ?

WRITERS

MD ESMAIL BIPLOB

PUBLISHERS

Lyrics © TUNECORE INC, TuneCore Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other