মাঁঝে মাঁঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
কেন মেঘ আসে আকাশে, তোমারে দেখিতে দেয়ে না?
(মহোমেঘে তোমাকে দেখিতে দেয়ে না .
অন্ধ্র করিয়া রাখে তোমারে দেখিতে দেয়না
মাঁঝে মাঁঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না
ক্ষণিক আলোতে আঁখিরও পলকে তোমায় যবে পাই দেখিতে
ওহে হারাই হারাই সাদা হয় ভয় হারাইয়া ফেলি চোখিতে
আশ না মিটিয়ে হারাইয়া , পলক না পড়িতে হারাইয়া
হ্রদয় না জুডাইতে হারাইয়া ফেলি চোখিতে
কি করিলে বলো পাইব তোমারে, রাখব আঁখিতে আঁখিতে
ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হ্রদয় এ রাখিতে
আমার সাধ্য কিবা তোমাকে, দয়া না করিলে কে পারে
তুমি না এঁলে কে পারে রাখিতে
মাঁঝে মাঁঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
কেন মেঘ আসে আকাশে, তোমারে দেখিতে দেয়ে না?
(মহোমেঘে তোমাকে দেখিতে দেয়ে না