মুসলিম হতে কভু করিনি দোয়া
একটু না চেতেই তোমার মায়া।।
পাঠালে এ ধরায় অপরূপ এ কায়ায়
মনে দিলে দৃড় বল ইমান ও ইয়াকিন
ভালোবেসে আমাকে করলে মুমিন
নবীদের নবী যাকে দিলে আমাদের
তাকে পেয়ে মিটে গেছে তৃষ্ণা দিনের।।
হেদায়াত পেতে দিলে নামে কোরআন
ছায়াতলে আসবে যে বাড়বে ঈমান
অনুভবে ভিজে দিলে হৃদয় জমিন
ভালোবেসে আমাকে করলে মুমিন।
আমি যেন দিতে পারি ঈমানের দাম
ঝরাতে পারি যেন কলিজার ঘাম
তাগুতের ঘাটি যেন ভাঙ্গে ইমানে
ঈমানের ফুল যেন ফোটে কাননে
আমার হৃদয় আকাশ করলে রঙিন
ভালোবেসে আমাকে করলে মুমিন।
মুসলিম হতে কভু করিনি দোয়া
একটু না চেতেই তোমার মায়া।।