LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ruher Jogot

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
রুহের জগতে যবে ছিলাম আমি
মুসলিম হতে কভু করিনি দোয়া
কত বড় এহসান করলে তুমি
একটু না চেতেই তোমার মায়া।।

পাঠালে এ ধরায় অপরূপ এ কায়ায়
মনে দিলে দৃড় বল ইমান ও ইয়াকিন
ভালোবেসে আমাকে করলে মুমিন

নবীদের নবী যাকে দিলে আমাদের
তাকে পেয়ে মিটে গেছে তৃষ্ণা দিনের।।
হেদায়াত পেতে দিলে নামে কোরআন
ছায়াতলে আসবে যে বাড়বে ঈমান
অনুভবে ভিজে দিলে হৃদয় জমিন
ভালোবেসে আমাকে করলে মুমিন।

আমি যেন দিতে পারি ঈমানের দাম
ঝরাতে পারি যেন কলিজার ঘাম
তাগুতের ঘাটি যেন ভাঙ্গে ইমানে
ঈমানের ফুল যেন ফোটে কাননে

আমার হৃদয় আকাশ করলে রঙিন
ভালোবেসে আমাকে করলে মুমিন।

রুহের জগতে যবে ছিলাম আমি
মুসলিম হতে কভু করিনি দোয়া
কত বড় এহসান করলে তুমি
একটু না চেতেই তোমার মায়া।।

WRITERS

Alamgir Hossain, H Ahmed

PUBLISHERS

Lyrics © GAAN BAKSHO MUSIC, Verse One Media LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other