ফুল যে গাছে ধরে সেদিকে তাকিয়ে
বিশাল উচ্চতা ডিঙিয়ে লাফ দিয়ে বল ছিরে
কোনো সারা ছাড়া দরজার হাতল চেপে
চট করে মুচড়ে দিয়ে আমাকে দেখে বল যাবে?
নাকি নিয়ে যাব "তাকে" সাথে?
অন্যের জন্য মোমবাতি পানিতে না দিয়ে শুকাতে
ভুল করে তুমি একটা দিশলা হাতে
চুলার আগুনটার কাছে যেতে গিয়ে গেলে পুড়ে
যত বাধা ছিল সবকটা ভেঙেচুরে
কট করে ভাগ্যের ওপরে পারা রেখে
বাক্সটাকেই পেলে চুলারই নাগালে
অন্যের জন্য মোমবাতি পানিতে না দিয়ে শুকাতে