LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyrics
আমি দেখেছি অন্ধকার
হাজার তারার ভিড়ে
কেউ শুনেনি চিৎকার
এই বোবা লাশের শহরে
আমি দেখেছি অন্ধকার
হাজার তারার ভিড়ে
কেউ শুনেনি চিৎকার
এই বোবা লাশের শহরে
লুকোচুরির এই খেলায়
পালিয়েছে কিছু সময়
নষ্ট মনের আবরণে
নিঃসঙ্গ নিস্তব্ধ সময়
লুকোচুরির এই খেলায়
পালিয়েছে কিছু সময়
নষ্ট মনের আবরণে
নিঃসঙ্গ নিস্তব্ধ সময়
স্বপ্নের যত ছবি
দেওয়ালে আঁকা থাকে
আর নিশ্চিহ্ন কাটাকুটির
আড়ালে চাপা থাকে
মনের লেখা পাতা গুলো
কোথায় যেন হারিয়ে গেল
থাকতো রঙিন কত ছবি
লাল রঙে মিশে গেল
হো...

WRITERS

Krishnendu Hari

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsdown Icon
Theme

None