আছে ভ্যাপসা চিলেকোঠার ঘরে
আমার শরীর তোমার স্পর্শ খোঁজে,
তোমায়, কেবল তোমায় খুঁজে যায়।
কত মিথ্যে শোকে মিথ্যে লোকের
তারা যে যার নিজের দুঃখ খুঁজে যায়।
ওরা তোমায়, কেবল তোমায় খুঁজে যায়।
আমার হাত ধরে ঠিক নিয়ে যাবে
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে
কে বা যত্ন করে স্বপ্ন খুঁজে যায়।
আমার আঙুল তোমার স্পর্শ খোঁজে,
তোমায়, কেবল তোমায় খুঁজে যায়।।